শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

বাখাড় কি আদিবাসী কোড়া সমাজে

আদিবাসী কোড়ারা প্রকৃতির পূজারি, এরা এই রীতিনীতি প্রচীন কাল থেকে মেনে আসছে, এদের বিশ্বাস আমরা বলতে সমস্ত জীব কূল মারাং বংগার(স্বর্ব শক্তি মান ঈশ্বরের পুত্র) সন্তান, তাই এই সম্প্রদায়ের বিশ্বাস মারাং বংগা যেহেতু আমাদের এ সুন্দুর পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক তেমনি মারাং বংগাকে ডাকার জন্য অন্য কোন মাধ্যম বা  কারোর প্রয়োজন লাগে না। কোড়াদের বিশ্বাস তাদের মধ্যে মারাং বংগাকে ডাকা যে অলৌকিক শক্তি তাদের দিয়েছেন তা মনে মনে ডাকার মাধ্যমে, এই মনে মনে ডাকার মাধ্যমকে কোড়া সমাজে বাখাড় বলা হয়।

শ্রী দীনেশ মুদি(মাহুকাল সাপু কডা)